Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন

পাতা

এক নজরে

 

১) উপজেলার ১,০০০ জন পাট চাষীকে উফশী তোষা পাট বীজ ও প্রয়োজনীয় রাসায়নিক সার ও কীটনাশক প্রদান করা হয়।

২) ২৫০ জন চাষীর মাধ্যমে নাবী পাট বীজ উৎপাদনের নিমিত্বে প্রয়োজনীয় পরিমাণ ভিত্তি পাট বীজ এবং রাসায়নিক সার ও

   কীটনাশক সরবরাহ করা হয়।

৩) উন্নত প্রথায় পাট পচনে কৃষকদের প্রয়োজনীয় উপকরণ প্রদান করা।

৪) চাষীদের মাঝে বিনা মূল্যে হ্যান্ড-হো, সীডড্রিল, ষ্প্রেয়ার সহ বিভিন্ন কৃষি যন্ত্রপাতি সরবরাহ করা হয়।

৫) চাষীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষে উফশী পাট ও পাটজীব উৎপাদন, পাট ফসলের পোকা মাকড় ও রোগ বালাই দমন,

    উন্নত পদ্ধতিতে পাট পঁচন, পাটের শ্রেণি বিন্যাস এবং সঠিক সময়ে পাট বীজ কর্তন, মাড়াই-ঝাড়াই, শুকানো ও সংরক্ষণ

     কলাকৌশল সম্পর্কে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়াও মাঠদিবসের মাধ্যমে কৃষকদেরেক পাট ও পাট বীজ

    চাষে  এবং উন্নত প্রথায় পাট পচঁনে আধুনিক কলাকৌশল হাতেনাতে শেখানো হয়।

ছবি


সংযুক্তি


সংযুক্তি (একাধিক)